Apr 30, 2019

বিশ্বকাপে বাংলাদেশের সবুজ জার্সিতে লাগছে লালের ছোঁয়া

৩০/০৪/১৯/১৮;২২

প্রবল সমালোচনার পর বাংলাদেশ দলের বিশ্বকাপের সবুজ জার্সিতে লাল রঙ যোগ করছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আইসিসির কাছে এরই মধ্যে জার্সি পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছে।



এক্সইংল্যান্ডে ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দ্বাদশ আসরের জন্য বাংলাদেশ দুটি জার্সি বানিয়েছে। মঙ্গলবার লাল রঙের জার্সি সাংবাদিকদের দেখান বিসিবি প্রধান। এই জার্সির দুই হাতা এবং বুকে আছে সবুজের ছোঁয়া।  
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত সোমবার বিশ্বকাপের জন্য সবুজ রঙের জার্সি উন্মোচন করে বিসিবি। সেখানে কোথাও লাল না থাকায় অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রবল সমালোচনা শুরু হয়।
নাজমুল হাসান মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে জানান, নতুন সবুজ জার্সিতে থাকবে লালের ছোঁয়া।
দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ।

No comments:

Post a Comment