Apr 28, 2019

ঢাকার বসিলায় ‘জঙ্গি আস্তানা’ ঘেরাও, বিস্ফোরণ-গোলাগুলি

29/04/19/09:30

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব ঘিরে ফেলার পর সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট পৌঁছালে তারা অভিযানের পরবর্তী ধাপে যাবেন।
জঙ্গিদের অবস্থানের খবর পাওয়ার পর রোববার রাত ৩টার দিকে মেট্রো হাউজিংয়ে ৮ নম্বর রোডের ওই টিনশেড বাসাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।
অভিযান শুরুর পরপরই ওই বাসার ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়। পরে র‌্যাবের সঙ্গে গোলাগুলি হয় সেখানে। ভোর পৌনে ৫টার দিকে আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এদিকে বাসাটি ঘিরে ফেলার পর ওই বাসার কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়। তবে বাসার ভেতরের পরিস্থিতি এখন কী, সেখানে কতজন আছেন- সেসব বিষয়ে কোনো তথ্য দেননি র‌্যাব সদস্যরা।
মহিউদ্দিন ফারুকী বলেন, “ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে। আমরা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছি। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।”

No comments:

Post a Comment