Apr 30, 2019

কৃষ্ণা-স্বপ্নাকে ছাড়াই জিততে প্রত্যয়ী বাংলাদেশ

৩০/০৪/২০১৯/১৪;৩৭
bdnews24

কিরগিজস্তানকে উড়িয়ে দিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের প্রথম আসরের ফাইনালে উঠেছে লাওস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার পের হ্যাটট্রিকে ৭-১ গোলে জিতে লাওস। এ নিয়ে টানা তিন জয় পেল দলটি। এ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার পথে মঙ্গোলিয়াকে ৫-০ ও তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস।
আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে নামবে লাওস।
ম্যাচের একাদশ মিনিটে পে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে লাওসকে এগিয়ে নেন। ২২তম মিনিটে সতীর্থের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ দিকে আসকারোভার গোলে ম্যাচে ফের কিরগিজস্তান। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও একের পর এক গোল হজম করতে থাকে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে উঠে আসা দলটি।
৫৩, ৫৭ ও ৭৪তম মিনিটে গোল খেয়ে ম্যাচে থেকে ছিটকে পড়ে কিরগিজস্তান। ৮৬তম মিনিটে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলরক্ষককে কাটিয়ে হ্যাটট্রিক পূরণ করেন পে। শেষ দিকে আরও এক গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাওস।
গ্রুপে কিরজিগস্তানকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

No comments:

Post a Comment